মন্টু & পুলিশ

একটি গ্রামে মন্টু নামে একটি ছেলে বাস করতো। একদিন মন্টু নেমেছে সিন্তাই পেশায়। সিন্তাই করতে করতে একদিন ধরা খেলো-.

পুলিশ    : কী মন্টু, তোকে না সেদিন ছেড়ে দিলাম, আর সেদিন তুই প্রমিজ
                করলি- জীবনে আর চুরি করবি না।

মন্টু      : আমার কোনো দোষ নাই স্যার। সব দোষ কবি-সাহিত্যিকদের।
পুলিশ   : মানে, খুলে বলতো।

মন্টু     : সেদিন যাবার পথে একটা জানালায় উঁকি দিলাম, দেখি একটা ছেলে
               কবিতা পড়তেছে-

পুলিশ   : তাতে  তোর সমস্যা কী?

মন্টু     : না মানে, পড়তেছে- একবার না পারিলে দেখ শতবার। তাই তো একবার
                ধরা খেয়েছি তো কী হয়েছে? শতবার চেষ্টা করতেছি ।

আর পুলিশ মন্টুর হাত ছেড়ে দিয়ে হাসছে (হাঁ হাঁ হাঁ  হাঁ হাঁ হাঁ হাঁ )আর এই সুজুকে মন্টু পালিয়েছে।

Comments

Popular posts from this blog

I will do organic viral you tube video promotion

বউয়ের সাথে ঝগড়া