আজ কেন এই ব্যাকুলতা
আজ কেন এই ব্যাকুলতা?
দুচোখে কেন শ্রাবনের বারিধারা?
আজ কেন হৃদয়ে বহিছে অনলধারা
নাকি হৃদয়ের রক্তক্ষরা?
এমনে কেন পৃথিবীর সব বিষন্নতার ছায়া?
জাগিছে কেন বিরহের সব ব্যথা?
তবে কি মনে পরে তব কথা?
জানি চলে গেছ না ফেরার দেশে,
তুমি আর ফিরে আসবেনা মোর নিড়ে।
তব স্মৃতি ভুলিতে নাড়ি
বারে বারে ফিরে আস মোর মনে।
তবে কি প্রিয়তমা ভালবেসেছিনু তোমারে?
তবে কেন উতলা মন খুঁজে ফিরে বারে বারে?
কাছে পেতে চায় কেন প্রতিক্ষনে?
তবে কি হাড়ানোর বেদনা বহিছে হৃদয় মাঝে?
কিছুই দিতে পারিনি
যবে ছিলে মোর সাথে।
অবহেলা করেছিনু
যত কাছে ডেকেছিলে।
তবে কি সেই কারনে বীণার তানে
বিরহের করুন সুর প্রতিক্ষনে বাজে?
ভাল থেকো প্রিয়তমা অচেনা সেই দেশে।
.
.
.
.
দুচোখে কেন শ্রাবনের বারিধারা?
আজ কেন হৃদয়ে বহিছে অনলধারা
নাকি হৃদয়ের রক্তক্ষরা?
এমনে কেন পৃথিবীর সব বিষন্নতার ছায়া?
জাগিছে কেন বিরহের সব ব্যথা?
তবে কি মনে পরে তব কথা?
জানি চলে গেছ না ফেরার দেশে,
তুমি আর ফিরে আসবেনা মোর নিড়ে।
তব স্মৃতি ভুলিতে নাড়ি
বারে বারে ফিরে আস মোর মনে।
তবে কি প্রিয়তমা ভালবেসেছিনু তোমারে?
তবে কেন উতলা মন খুঁজে ফিরে বারে বারে?
কাছে পেতে চায় কেন প্রতিক্ষনে?
তবে কি হাড়ানোর বেদনা বহিছে হৃদয় মাঝে?
কিছুই দিতে পারিনি
যবে ছিলে মোর সাথে।
অবহেলা করেছিনু
যত কাছে ডেকেছিলে।
তবে কি সেই কারনে বীণার তানে
বিরহের করুন সুর প্রতিক্ষনে বাজে?
ভাল থেকো প্রিয়তমা অচেনা সেই দেশে।
.
.
.
.
Comments
Post a Comment