প্রথম প্রেম
❤প্রথম প্রেম ? ❤
থাকে দুচোখ ভরা বিশ্বাস। থাকে সারাজীবন একসাথে থাকার এক তীব্র ইচ্ছা।আর থাকে একে অপরকে হারিয়ে ফেলার প্রচুর ভয়।প্রথম প্রেমে যা কিছুর অভাব থাকুক না কেন ভালোবাসার কোন কমতি হয় না ❤।
প্রথম প্রেমে এমন কিছু বিষয় থাকে যা পরে মনে পড়লে খুব হাসি পাই। আর তখন আমরা নিজের অজান্তেই মনে মনে বলি " ইসসস !! কি রকম ছিলাম তখন" প্রথম প্রেম কখনো ভেবে চিন্তে হয়না। এটা ঝড়ের বেগে হঠাত্ করেই জীবনে আসে আর এমন মানুষের সাথে হয় যা আগে আমরা ভাবতেই পারতাম না হ্যা প্রথম প্রেমটা এমনই হয় ❤
আর আর্শ্চযকর ব্যাপার হলো প্রথম প্রেম অনেক বছর পরে এসে ও প্রথম প্রেমের মতোই থাকে।আমি ভালোবাসার কথা বলতে পারিনা কারন ভালোবাসা একটা আপেক্ষিক বিষয় তবে সেই মানুষটার প্রতি আমাদের প্রতিটা সুক্ষ্ণ অনূভূতি আবেগ সব আগের মতোই থাকে প্রথম প্রেমের কোন স্মৃতি আমরা খুব ইজিলি ভুলিনা একটা রঙ্গিন ছবির মতো আমাদের মনের মধ্যে থাকে কিন্তু প্রথম প্রেমের মানুষটাকে সবাই ধরে রাখতে পারেনা। হয়তো কেউ ইম্যাচুয়েরেটির কারনে হারাই , হয়তো কেউ ভুল মানুষের প্রেমে পড়ে বলে হারাই আবার হয়তো বা কেউ পরিবারের ঝামেলার কারনে হারাই। তারপর আবার কারো করো " সব আগের মতো ঠিক হয়ে যাবে। আমরা একসাথেই থাকবো " এই একটা কথা মনে মধ্যে ধরে রেখে শুরু হয় অপেক্ষার প্রহর। তবে যারা টিকিয়ে রাখতে পারে তারা ভাগ্যবান। প্রথম প্রেম মানুষের জীবনকে অনেকটা পাল্টে দেই।
প্রেমে কখনো দুই চার বার পড়া যায় না ।। প্রেমে মানুষ একবারই পড়ে আর সেটা হলো প্রথমবার।
ভালো থাকুক সকলের ভালোবাসার মানুষগুলো
টিকে থাকুক সকলের প্রথম প্রেম প্রথম ভালোবাসা ❤
Comments
Post a Comment