#বড়_ছেলে.......... `









হায়রে বড় ছেলে।।।হ্যাঁ আপনাদের সবার পরিচিত এবং প্রিয় নাটকেরই কথা বলছি।।।।
`
আপনাদের কাছে নাটকের মূল বা আকর্ষনীয় বিষয়- #অপূর্ব_মেহজাবিনের ভালোবাসা।।। কিন্তু আমার কাছে ঠিই তার উল্টো।। এখানে মেহজাবিনের কোন ভালোবাসাই ছিলো না।।।
`
আচ্ছা আপনারা বলেনতো! মেহজাবিন কি তার বাবা কে বলতে পারতো না তার ভালোবাসার কথা??? তার বাবাকে বলেকি তার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারতো না??
আমি মানলাম তাদের মিলনের ক্ষেত্রে মূল এবং প্রধান বাধা হল একটা চাকুরি।।।
কিন্তু একটা চাকুরি কি কখনো ভালোবাসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।। প্রেম করার সময় কি মাথায় ছিলো না যে সে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে।।

`
আরে বাবা বুঝতে হবে যে……
অপূর্ব-এর ক্ষেত্রে বিধি বাম। তাই তার সকল প্রচেষ্টায়ই ব্যার্থ হচ্ছে। সে মেহজাবিনের সুখের কথাই ভেবে তাকে দূরে সরে যেতে বলেছে যাতে করে সে ভবিষ্যৎে সুখে থাকতে পারে। আর মেহজাবিন স্বার্থপরের মত চলে গেলো।।।
`
শুনেন মাঝরাতে কাউকে ফোন দিয়ে কান্না করলে ভালোবাসা প্রকাশ পায়না।।কয়েকটা গিফট দিয়ে কিছু বললে তাতেও ভালোবাসার গভীরতা উপলব্ধি হয় না।।
`
ভালোবাসা সেটাই যেটা জীবনে-মরনে একসাথে থাকার প্রবল ইচ্ছা জন্ম দেয়।যেকোন মুহূর্তে পাশে থেকে হাতটা ধরে সাহস যোগাতে থাকে।।।
`
তাই পরিশেষে একটা কথাই বলব যে………………
বড় ছেলে নাটকের অপূর্ব-মেহজাবিনের সম্পর্ক নয় বরং অপূর্ব তার পরিবারের প্রতি যে কেয়ার যে ভালোবাসা প্রকাশ পেয়েছে তাই হোক আমাদের অনুপ্রেরণা।। তাহলে শুধু বাংলা কেন সমগ্র বিশ্বের প্রতিটি ঘর হয়ে ওঠবে জান্নাতের সমতুল্য।। যার আগা-গোড়া মোড়ানো থাকবে মায়ের ভালোবাসা আর মমতা দিয়ে…………
`
কোন ভুল হলে ক্ষমা করবেন।।।

Comments

Popular posts from this blog

I will do organic viral you tube video promotion

বউয়ের সাথে ঝগড়া