সবাই বাথরুমে গান গায়
একদিন ক্লাসে বসে বল্টু ও তার বন্ধু পল্টু
বল্টু : জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়!
পল্টু : বলিস কী, স-বা-ই?
বল্টু : সবাই, চাকর-বাকর পর্যন্ত।
পল্টু : তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত!
বল্টু : দূ-র-র, তা নয়, আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো,
তাই!
Comments
Post a Comment