দাদিমা & নাতনি

নাতনি : দাদিমা ঘুম আসছে না, একটু টিভি দেখবো?

দাদিমা : টিভি থাক দাদুভাই, তুমি আমার সাথে গল্প কর।

নাতনি : আচ্ছা দাদিমা, আমাদের পরিবার কী সারাজীবন সাতজনেরই থেকে যাবে? মানে তুমি, দাদা ,                 বাবা, মা, বোন, আমি আর আমাদের ক্যাটি।

দাদিমা : এবার আমরা একটা ডগি কিনবো, তখন আমরা আটজন হয়ে যাব।

নাতনি : ডগিটা তো ক্যাটিকে মেরে ফেলবে, তখন আমরা আবার সাতজন হয়ে যাব।

দাদিমা : তুমি বিয়ে করে তোমার নতুন বরকে এখানে আনবে, তখন আমরা
               আবার আটজন হয়ে যাব।

নাতনি : কিন্তু দাদিমা সে কি এখানে থাকবে?

দাদিমা : যে থাকবে তাকে তোর সাথে বিয়ে দিবো।

নাতনি : কিন্তু বোন বিয়ে করে চলে গেলে আমরা আবার সাতজন হয়ে যাব।

দাদিমা : তোমার ছেলে বা মেয়ে হলে আমরা আবার আটজন হয়ে যাব।

নাতনি : কিন্তু তুমি মারা গেলে আমরা আবার সাতজন হয়ে যাব।

দাদিমা : পাজি মেয়ে, তুই যা গিয়ে টিভি দেখ।

Comments

Popular posts from this blog

I will do organic viral you tube video promotion

বউয়ের সাথে ঝগড়া